‘আর নয় শব্দ সন্ত্রাস’ স্লোগান সামনে রেখে হাইড্রোলিক হর্ন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের একটি সংগঠন। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ফাউন্ডেশনের চট্টগ্রাম শাখার সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে ও মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ম. মাহমদুর রহমান শাওনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, মানবাধিকার নেতা আইনজীবী গোলাম মাওলা মুরাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাইড্রোলিক হর্ন ‘শব্দ সন্ত্রাস’। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। শব্দদূষণের মাধ্যমে এদেশে মানুষ তামাশা করে। উচ্চ স্বরে আওয়াজ করে উৎসবে আনন্দ করে। অথচ তারা বুঝতে চায় না এর মাধ্যমে মানুষের কতটা ক্ষতি হচ্ছে। এ সময় হাইড্রোলিক হর্নমুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে চট্টগ্রামের বেশকিছু দর্শনীয়, ঐতিহাসিক স্থানকে নীরব এলাকা হিসেবে ঘোষণার দাবি জানান ম. মাহমদুর রহমান শাওন। একই সঙ্গে যেসব এলাকায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, তার প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার প্রয়োজন রয়েছে উল্লেখ করে সেসব এলাকাকে প্রতিবেশ সংকটপন্ন এলাকা ঘোষণার দাবিও জানান তিনি।

মানববন্ধনে হাইড্রোলিক হর্নবিরোধী আন্দোলনে একক ভূমিকা রাখায় সুজন বড়ূয়াকে মানবাধিকার পদক দেওয়া হয়।