- সারাদেশ
- ফরিদপুরে রবীন্দ্র, নজরুল ও সুকান্ত স্মরণ
ফরিদপুরে রবীন্দ্র, নজরুল ও সুকান্ত স্মরণ

ছবি: সমকাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সাম্যের কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে এক স্মরণ অনুষ্ঠান করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ফরিদপুর জেলা সংসদ।
শুক্রবার সন্ধয়ায় ফরিদপুর জেলা উদীচীর স্টেশন রোডের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।
অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন উদীচী ফরিদপুর জেলা সংসদের উপদেষ্টা আসমা আক্তার মুক্তা, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, ভাঙ্গা উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, প্রভাষক তন্ময় সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্র-নজরুল ও সুকান্তের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে একটি শোষণমুক্ত সাম্যবাদী সমাজ গড়ে তুলতে পারলে তাদের জীবন আদর্শের প্রতিফলন ঘটবে। সুস্থ সাংস্কৃতিক বিকাশে তাদের সৃজনশীল কর্ম অনুসরণ ও শিল্প-সাহিত্য চর্চা অব্যাহত রাখতে হবে বলে তারা উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য শিল্পী আক্তার, জেলা উদীচীর উপদেষ্টা রফিকুজ্জামান লায়েক, খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ, বাংলা থিয়েটার এর সভাপতি আনিসুর রহমান, আলহাজ্ব এম.এ আজিজ হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন (কামাল) প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জেলা উদীচীর সহসভাপতি হোসনে আরা খানম, আবৃত্তিকার জাহিদুল ইসলাম, বাচিক শিল্পী ও নাট্যকার নন্দিতা ঘোষ, সবিতা বৈরাগী, তামিমা তাবাসসুম টিনা, জান্নাতুল জামাল জীম প্রমুখ।
এ সময় রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন করেন মাহবুবা আক্তার, লুৎফুন্নাহার লতা, ফারাহ হক ধারা, কান্তা সরকার প্রমুখ।
এ ছাড়া ফরিদপুর উদীচী প্রতিষ্ঠিত সপ্তস্বর সংগীত বিদ্যালয়ের শিশুরা এ অনুষ্ঠানে একক ও দলীয় সংগীত পরিবেশন করেন।
মন্তব্য করুন