- সারাদেশ
- ২০ বছর পর গ্রেপ্তার চার হত্যা মামলার আসামি জাকির
২০ বছর পর গ্রেপ্তার চার হত্যা মামলার আসামি জাকির

গ্রেপ্তার জাকির খান
দীর্ঘ ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন নারায়ণগঞ্জের শীর্ষ ‘সন্ত্রাসী’ ও মাদক কারবারি জাকির খান। শুক্রবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১১। তার নামে চারটি হত্যাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকির খানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, অস্ত্র আইনে তাঁর নামে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাঁর ১৭ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে সেই সাজা কমে আট বছর হয়। ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার খুন হলে জাকির আত্মগোপনে চলে যান। ২০০৪ সালে জাকির থাইল্যান্ডে পাড়ি জমিয়ে হোটেল ব্যবসা শুরু করেন। কয়েক বছর পর থাইল্যান্ডের হোটেলে এক তরুণী খুনের জেরে তিনি পালিয়ে চলে যান ভারতের কলকাতায়। সেখান থেকে গত বছরের মাঝামাঝি সময়ে ঢাকায় ফিরে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতে শুরু করেন।
জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হলেও জাকির পরে যোগ দেন বিএনপিতে। ত্যাগী নেতাদের পেছনে ফেলে টাকার জোরে স্বল্পশিক্ষিত জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদও বাগিয়ে নেন।
মন্তব্য করুন