সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশই গুলি করে যুবদল কর্মী রাজা আহমেদ শাওনকে হত্যা করেছে। শাওন যুবদলের প্রমাণিত ও পরীক্ষিত একজন সক্রিয় কর্মী। দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। নিহত শাওনকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

নারায়ণগঞ্জে যুবদল কর্মী রাজা আহমেদ শাওন পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের চত্বরে এ সমাবেশ হয়।

এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, মিয়া ভোলা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, নগর বিএনপি নেতা মো. ইদ্রিস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।