মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহাম্মেদ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার রাত আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

তোফায়েলের বাড়ি সদর উপজেলার উজুলপুর গ্রামে। রাজনীতির পাশাপাশি তিনি পেশায় একজন ব্যবসায়ী ও চাষাবাদের সাথে যুক্ত ছিলেন।

মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেচুর রহমান জানান, তোফায়েল আহাম্মেদ একটি চেক ডিজঅনার মামলায় আটমাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৩০ মে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এজন্য প্রতিদিনই অনেক ওষুধ সেবন করতেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে জেলা সুপার আরও জানান, তিনি মাইক্রোকার্ডিয়াকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।