- সারাদেশ
- ডাকাতির সময় গণপিটুনিতে যুবক নিহত
ডাকাতির সময় গণপিটুনিতে যুবক নিহত

প্রতীকী ছবি
চট্টগ্রামের পটিয়ায় এক বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চন্দ্রমোহরী বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যুবকের নাম ও পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত তিনটায় পাঁচ–ছয়জনের ডাকাত দল শোভনদন্ডী ইউনিয়নের চন্দ্রমোহরী বাড়ীর বাদল চৌধুরীর বসতঘরে হানা দেন। এ সময় ডাকাতরা বাদল চৌধুরী, তার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের হাত-পা বেঁধে অস্ত্র তাক করে মারধর শুরু করেন। এরপর স্বর্ণালংকার ও জিনিসপত্র লুট করার সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক ডাকাতকে আটক করেন। অপর চার ডাকাত পালিয়ে যান। এসময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
বাদল চৌধুরী বলেন, অস্ত্র তাক করে ৫-৬ জন ডাকাত দলের সদস্যরা আমাকে, আমার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের হাত পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে তারা ঘরে রক্ষিত ২ ভরি স্বর্ণালংকার এবং গ্রামীন ব্যাংক থেকে লোন নেওয়া ৬০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় একজন ডাকাত ধরা পরে।
স্থানীয় শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এহসানুল হক সমকালকে বলেন, গ্রামবাসী এক ডাকাতকে আটকের পর গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ডাকাত। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত মারা গেছেন। নিহতের নাম ঠিকানা পাওয়া যায় নি। তার আনুমানিক বয়স ৩৫। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একটি ডাকাতি ও একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন