- সারাদেশ
- 'ফরিদপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না'
'ফরিদপুরে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না'

সভায় বক্তব্য রাখছেন ফরিদপুরের নতুন পুলিশ সুপার মো. শাহজাহান-ছবি : সমকাল
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মো. শাহজাহান বলেছেন, ফরিদপুরের পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। ফরিদপুরে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না। ফরিদপুর জেলা হবে মাদক ও সন্ত্রাস মুক্ত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সুধী সমাবেশ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি যতদিন এ জেলায় কর্মরত থাকব ততদিন সবার সঙ্গে মিলে আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখবো। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন আমাদেরও সেই লক্ষ্য বাস্তবায়নে আরো কাজ করতে হবে।
ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষাবিদ প্রফেসর মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন বাবুল, সাংবাদিক পান্না বালা প্রমুখ।
পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, ফরিদপুর পুলিশ সুপারের দরজা জনগণের জন্য ২৪ ঘন্টায় খোলা থাকবে। শুধু কাঠের দরজায় খোলা থাকবে না পুলিশ সুপারের মনও খোলা থাকবে সারাক্ষণ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, টি আই তুহিন লস্কর প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হেলাল উদ্দীন ভুঁইয়ার সঞ্চালনায় এ সময় রাজনীতিক, সরকারি চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন