- সারাদেশ
- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সালথায় বিক্ষোভ

বিক্ষোভ চলাকালীন একটি চিত্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. ছাব্বির হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে জড়ো হয়।
সমাবেশে ছাব্বির হোসেন বলেন, ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সালথা নগরকান্দার মাটিতে বিএনপি-জামায়াতকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না। যেখানেই এই ধরনের নৈরাজ্য হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিভাবে সহিংসতা করছে। কোনভাবেই তাদের এই অপতৎপরতা মেনে নেওয়া হবে না।
এ ছাড়া প্রতিবাদ সমাবেশ থেকে দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মন্তব্য করুন