কিশোরগঞ্জে নারী ও শিশু ‍নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবুইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাবিবের নামে মামলা হয়। ওই মামলায় ২০২২ সালের ২০ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর থেকেই আসামি হাবিব পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় হাবিবের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত ভোর রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার পাবুইকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আজ বুধবার জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।