চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে পটিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উজিরপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান প্রকাশ গাজী আলভী (২৩) এবং তার সহযোগী মো. আশরাফুল ইসলাম প্রকাশ শাওন (২২)

গ্রেপ্তার আলভী পটিয়া পৌর সদরের ৪ নং ওয়ার্ডের শেয়ানপাড়া এলাকার গাজীর বাড়ির গাজী মফিজুর রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম প্রকাশ শাওন খুলনা জেলার রুপসা থানা এলাকার সিংহের চরর গ্রামের আবু হানিফের ছেলে। তারা বর্তমানে পটিয়া পৌর সদেরর ২ নং ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পার্শ্বে একটি আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন সমকালকে জানান, আলভী পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। ইয়াবাসহ আটকের বিষয়ে খোঁজ নেয়া হবে। জড়িত থাকার প্রমাণ পাওয়া  গেলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) আসাদুজ্জামান সমকালকে বলেন,গ্রেপ্তার দুইজন দীর্ঘদিন ধরে পাড়ায় পাড়ায় গিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল। তারা পটিয়া পৌর সদরের ফাহিম নামের পাইকারী এক ইয়াবা বিক্রেতার কাছ থেকে এসব ইয়াবা ক্রয় করে। তাদেরকে দীর্ঘদিন ধরে পুলিশ নজরে রাখছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবনকারীদের হাতে এসব ইয়াবা তুলে দেওয়ার সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।