- সারাদেশ
- কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড
কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রফিকুল ইসলাম (১৩) নামের এক কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই মামলায় অভিযুক্ত অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুলইসলামের আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-জেলার ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মো. ফজলুল হকের ছেলে মো. হারুন ও আবুলকালাম ওরফে কালু।
নিহত রফিকুল ইসলাম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোড়লিয়া গ্রামের মো. হালিম হোসেনের ছেলে। সে তার মায়ের সাথে পিরোজপুরের ইন্দুরাকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের মামা বাড়িতে থাকতো। ওই হত্যার ঘটনায় নিহতের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত ২ জনসহ ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮ মার্চ ভোরে নিহত মো. রফিকুল ইসলাম ও তার বড় ভাই মো.রিয়াদুল খেজুরগাছের রস নামাতে য়ায়। এসময় রফিকুল একটি গাছের রস নামিয়ে নামাজ পড়ার কথা বলে মসজিদে যায়। পরে রফিকুল ফিরে না আসলেও বড়ভাই খেজুরের রস নিয়ে বাড়ি চলে যায়। ওই দিন সকাল ৮টার দিকে স্থানীয় ফজলুল হক নামের এক জেলে মাছ ধরতে যাওয়ার সময় স্থানীয় নুর মোহাম্মাদ তহশিলদারের মিষ্টি আলুর ক্ষেতে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ দেখে নিহতের মামাকে খবর দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) এ্যাডভোকেট মো. জহুরুলইসলাম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, কিশোর হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত হারুন পলাতক ছিলেন।
মন্তব্য করুন