- সারাদেশ
- ফুলগাজীতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকদের সংবর্ধনা
ফুলগাজীতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শকদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।
ফেনীর ফুলগাজী উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক, স্বাস্থ্য পরিদর্শকগণকে সংবর্ধনা এবং ধর্মপুর এডুকেশনাল এস্টেট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে আমজাদহাট উন্নয়ন ফোরাম।
অনুষ্ঠানে শিক্ষা বিস্তারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এবং স্বাস্থ্য সেবায় পরিদর্শকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। একইসঙ্গে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বইও নিয়মিত পড়ার আহ্বান জানান তারা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্কুলের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার, প্রধান আলোচক সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, বিশেষ বক্তা দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, উদ্বোধক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক, আমজাদহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মীরু, দৈনিক ডিজিটাল সময় পত্রিকার সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও দৈনিক মুক্ত খবর পত্রিকার ফেনী জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ ভূঁইয়া বক্তব্য রাখেন। ফোরামের সভাপতি জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু ও দপ্তর সম্পাদক নিজামউদ্দিন পাটোয়ারী।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দরা হলেন- উত্তম কুমার পাল, মো. নুরুল হক, ওবায়দুল হক, আবু বক্কর মজুমদার, আবুল খায়ের মজুমদার, মনির আহম্মেদ ভূঁইয়া, ছালেহা আক্তার। সংবর্ধিত স্বাস্থ্য পরিদর্শকরা হলেন- আবদুস সোবহান ও নিজাম উদ্দিন মজুমদার। পরে উপস্থিত শতাধিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে স্কুল আঙ্গিনায় বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ এবং স্কুলভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়।
মন্তব্য করুন