চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে বুধবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহারা এলাকায় ব্যবসায়ী বিমান ধরকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ধর, হারিয়ে ফেলেছেন শোক প্রকাশের ভাষাও।

বুধবার স্বামীর লাশ দাহ করার সময় তিনি বলতে থাকেন- 'আমি কাকে নিয়ে বাঁচব। ওর সঙ্গে আমাকেও পুড়িয়ে দাও।' এ সময় প্রিয়াঙ্কা ধরের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

জানা গেছে, পটিয়ার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ গৈড়লা বনিক পাড়ার ব্যবসায়ী বিমান চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া গোল্ড ফ্যাশন নামে একটি স্বর্ণের দোকানের মালিক। প্রতিদিন দোকানদারি শেষে গ্রামের বাড়িতে ফিরতেন। মঙ্গলবার ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহূত মোটরসাইকেল এবং একটি ধারালো দা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে গৈড়লার সামাজিক চিতায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। বিমানের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ। তিনি জানান, নিহতের গলা কাটা ও দুই হাতে আঘাতের চিহ্ন আছে।

কান্নাজড়িত কণ্ঠে প্রিয়াঙ্কা বলেন, বিমানের কী অপরাধ ছিল, তাঁর প্রাণটাই নিয়ে নিতে হবে। আমি কি স্বামী হত্যার বিচার পাব না? কারা বিমানকে হত্যা করেছে, তাদের কি বিচার হবে না? এতিম দুই ছেলে ও এক মেয়ে কি তাদের বাবা হত্যার বিচার দেখতে পারবে না? হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড, তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদন পেলে এর রহস্য উদ্ঘাটন হবে। নিহতের পরিবার মামলা না করলেও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।