- সারাদেশ
- বরগুনায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে জোয়ারের পানি
বরগুনায় বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে জোয়ারের পানি

উঁচু জোয়ারের ফলে ডুবে যাওয়া বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে। ছবি-সমকাল
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি হচ্ছে। বিপৎসীমার ওপর দিয়ে বইছে জোয়ারের পানি। বরগুনার উপকূলে বহাল রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। নিরাপদ আশ্রয়ে মাছ ধরার শত শত ট্রলার। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসত-বাড়ি। ভোগান্তিতে পরেছে নিম্নাঞ্চলের মানুষ।
জানা যায়, ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে নদী পাড়ের মানুষ। অন্যদিকে উঁচু জোয়ারের ফলে বরগুনার আমতলী-পুরাকাটা এবং বড়ইতলা-বাইনচটকি ফেরির গ্যাংওয়ে তলিয়ে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টা সড়ক যোগাযোগ ব্যহত হয়।
বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার বরগুনার প্রধান ৩টি নদীতে (পায়রা-বিষখালী-বলেশ্বর) জোয়ারের পানি ৩ দশমিক ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যা বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপরে। অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৪০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী জানান, দুর্যোগের সংকেত পেয়ে গভীর সাগরে মাছ ধরার সব ট্রলার নিরাপদ আশ্রয়ে এসেছে। তবে দুই-একটি ছোট ট্রলার ঝুঁকি নিয়ে নদীর মোহনায় মাছ শিকার করছে। তাদেরকেও আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাছ শিকারে যেতে নিষেধ করা হয়েছে।
মন্তব্য করুন