- সারাদেশ
- ফরিদপুরে নদীভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ফরিদপুরে নদীভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ছবি: সমকাল
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের নদীভাঙন কবলিতদের মাঝে ত্রাণ, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫০ পরিবারকে গো-খাদ্য, ২০০ পরিবারকে শিশু খাদ্য ও ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, স্থানীয ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকসহ ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন