- সারাদেশ
- পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার
পাচারের সময় বিরল প্রজাতির হনুমান উদ্ধার

উদ্ধার করা হনুমান
মাগুরায় পাচারের সময় বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ৩টার দিকে শহরেরর পারনান্দুয়ালী এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৪০৩৫) নামে একটি এসি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা বিরল প্রজাতির কালোমুখ হনুমান উদ্ধার করা হয়। পরে বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বাসটির সুপারভাইজারকে আটক করে পুলিশ। তিনি সাতক্ষীরার মাধবকাঠি গ্রামের শান্তিপদ স্বরের ছেলে সুব্রত কুমার স্বর।
কালোমুখ, বাদামি রঙের শরীর ও কালো লম্বা লেজযুক্ত হনুমানটির শরীর প্রায় দুই ফুট লম্বা। তবে এটি ঠিক কোন প্রজাতির হনুমান, তা বলতে পারেননি কেউ। এটি সাভারের নবীনগর বাস কাউন্টার থেকে রানা নামে এক ব্যক্তির কাছ থেকে নিয়ে এক হাজার টাকার বিনিময়ে সাতক্ষীরায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সুপারভাইজার সুব্রত।
পরে বন বিভাগের কাছে হনুমানটি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে। এটি পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মো. কলিমুল্লাহ।
মন্তব্য করুন