- সারাদেশ
- সিসিকের ১০৪০ কোটি টাকার বাজেট পেশ
সিসিকের ১০৪০ কোটি টাকার বাজেট পেশ

আয় ও ব্যয় সমান ধরে সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ২০২২-২৩ অর্থবছরের জন্য ১ হাজার ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবার গত অর্থবছরের চেয়ে প্রায় ২০০ কোটি টাকা বেড়েছে।
টানা তৃতীয়বারের মতো সিসিক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম এবং পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের ২০টি দপ্তর ও সংস্থার কর্মসম্পাদন চুক্তিতে দ্বিতীয় স্থান অর্জন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র আরিফ। তিনি বলেন, রাত-দিন কাজ করে নগরীকে আজ একটি পর্যায়ে নিয়ে এসেছি। কাজ করতে গিয়ে অনেক ভুলত্রুটি হয়েছে। নগরবাসী আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বাজেটে ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ২৬ তলাবিশিষ্ট একটি কমপ্লেপ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ওই কমপ্লেপে থাকবে বঙ্গবন্ধু স্কয়ার, বঙ্গবন্ধু প্লাজা, হেরিটেজ মার্কেট, কমার্শিয়াল হাব, শেখ রাসেল পার্ক, কনভেনশন সেন্টার, অডিটোরিয়ামসহ নানা সুবিধা। সরকার এ বিষয়ে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাত হিসেবে হোল্ডিং ট্যাপ থেকে ৪৫ কোটি টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ১৬ কোটি, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের ওপর কর ২ কোটি, পেশা ও ব্যবসার ওপর কর ৮ কোটি ৫০ লাখ, বিজ্ঞাপনের ওপর ১ কোটি ২০ লাখ, বিভিন্ন মার্কেটের দোকানগ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফি বাবদ ৮০ লাখ, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় ১ কোটি ৭০ লাখ, করপোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ৪ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১ কোটি ২০ লাখ, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ ৬ কোটি ৫০ লাখ, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফি বাবদ ১ কোটি ও নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ ২ কোটি টাকা ধরা হয়েছে।
উল্লেখযোগ্য ব্যয় খাতগুলোর মধ্যে রাজস্ব খাতে ৯০ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সাধারণ সংস্থাপন খাতে ৩৪ কোটি ৮৮ লাখ, সামাজিক ও ধর্মীয় অনুদান খাতে ৩ কোটি ২০ লাখ, শিক্ষা ব্যয় খাতে ৬ কোটি ৫০ লাখ, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ১৬ কোটি ৮২ লাখ, ভূমি উন্নয়ন কর ৫০ লাখ, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে ৪৫ লাখ, বিভিন্ন ক্রীড়া আয়োজনে ১ কোটি ৮০ লাখ, জরুরি ত্রাণ বা রিলিফ ও আকস্মিক দুর্যোগে ৪ কোটি, রাস্তার বাতি মেরামত ও সংরক্ষণে ৩ কোটি এবং পানি সরবরাহ, পাম্প হাউস, মেশিন, পাইপলাইন মেরামত ও সংস্কার খাতে ১৩ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়। বাজেটে রাজস্ব খাতে অবকাঠামো উন্নয়নে ৩৪ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মন্তব্য করুন