- সারাদেশ
- শেখ হাসিনার জন্মের স্বার্থকতা তার কর্মেই প্রতিফলিত হয়েছে: খাদ্যমন্ত্রী
শেখ হাসিনার জন্মের স্বার্থকতা তার কর্মেই প্রতিফলিত হয়েছে: খাদ্যমন্ত্রী

সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদার - সমকাল
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজমুদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মের স্বার্থকতা তার কর্মের মধ্য দিয়েই প্রতিফলিত হয়েছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অর্জন হয়েছে- বিশ্বে তা নজিরবিহীন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর শেখ হাসিনার জন্ম না হলে সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হতো না।
বুধবার দুপুরে নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, তৃণমূল কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আমরা সবাই নৌকার কর্মী। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরতে হবে।
সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল খালেক, মো. আব্দুর রহমান, শাহিন মনোয়ারা হকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন