- সারাদেশ
- প্রেমিকের বিরুদ্ধে নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমিকের বিরুদ্ধে নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে দৃষ্টিকটু ভিডিও ফেসবুকে ভাইরাল করায় সুইসাইড নোট লিখে তানিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুড়ি গ্রামের হারুন মিয়ার মেয়ে এবং মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার তানিয়ার বাবা বাদী হয়ে সুজন মিয়া নামের এক যুবককে আসামি করে থানায় মামলা করেছেন।
তানিয়া তাঁর ডায়রিতে লিখেছেন, 'আমাকে তুমরা মাফ কইরা দিও। আমার জন্য তুমাদের অনেক কষ্ট সইতে হয়েছে। ও (সুজন) আমার কি-না করেছে! আমার কাছ থেকে ও দেড় লাখ টাকা নিয়েছে। আমাকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।'
তানিয়ার বাবা জানান, ১৫ দিন আগে তাঁর মেয়ে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থকে বের হলে সুজন পথে তাকে মারধর করে। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশার হস্তক্ষেপে তানিয়া বাড়িতে ফিরে আসে। তানিয়ার ভাই আবু তালেব জানান, সুজন এলাকায় দুষ্ট প্রকৃতির ছেলে। তানিয়ার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি তাঁরা আগে জানতেন না। আত্মহত্যার পর বিষয়টি তাঁরা জানতে পারেন।
প্রতিবেশীরা জানায়, সুজন সামান্য পড়াশোনা করে সিঙ্গাপুর গিয়েছিল। করোনার কারণে তিন বছর আগে চাকরি হারিয়ে বাড়িতে চলে আসে। এলাকায় এসেই মোটরসাইকেল নিয়ে প্রতিদিন আড্ডা দিতে থাকে। মাদক সেবন করা ও বখাটে ছেলেদের নিয়ে আড্ডা দেওয়া তার নিত্যদিনের ব্যাপার ছিল। ঘটনার পর থেকে সে ও তার বাড়ির লোকজন পলাতক। মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন