আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করে সাফল্যে বয়ে এনেছে হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। এ খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে। তৃতীয় স্থান অর্জন করার সাফল্যেস্বরূপ হাফেজ সালেহ আহমাদ তাকরিম পুরস্কার হিসাবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) সঙ্গে সনদ ও সম্মাননা।

হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিনী। ছোট বেলা থেকে তাকরিম তার বাবার কাছে হেফজ শিখেছে। তারপর তাকে মিরপুরের হেফজ খানায় ভর্তি করা হয়। সেখানে থেকেই সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, তার এই সাফল্যে আমরা গর্বিত। ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। তাকরিমের বাবাও হাফেজ। তাকরিমের মা পর্দানশীল নারী।

তাকরিমের বাবা আব্দুর রহমান বলেন, আমার ছেলের বয়স খুবই কম। তাকে আমি মিডিয়ার সামনে আনতে চাচ্ছি না। আগামী দিনে দেশের জন্য সে আরও সাফল্যে বয়ে আনুক আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, তার এই কৃতিত্বে নাগরপুরবাসী আনন্দিত। সবসময় তাকরিমের পরিবারের পাশে থাকবে উপজেলা আওয়ামী লীগ।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, বিষয়টি আমরা শুনেছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদের পরিবারের কেউ বাড়িতে থাকে না। তার এই অর্জন নাগরপুর তথা সরাদেশের গৌরব। সে গ্রামের বাড়িতে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।