- সারাদেশ
- রংপুরে বাসচাপায় ৯ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
রংপুরে বাসচাপায় ৯ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় চালক দেলোয়ার হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তারাগঞ্জ ইকরচালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার রঘু নন্দনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, গত ৫ সেপ্টেম্বর রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ খারুভাজ সেতু এলাকায় যাত্রীবাহি বাস জোয়ানা ও ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। দুর্ঘটনায় ইসলাম পরিবহনের চালক ঘটনাস্থলেই মারা যান এবং জোয়ানা পরিবহনের চালক দেলোয়ার পলাতক ছিলেন। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি মামলা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় পুলিশ কৌশলে দেলোয়ারকে তারাগঞ্জ ডেকে এনে ইকরচালী বাজার থেকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
মন্তব্য করুন