মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। শনিবার বিকেলে নগরীর কাজীর দেউরী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের অদূরে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মিরা কাজীর দেউরী এলাকায় জড়ো হন।

বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়েল সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এতে নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

মুন্সীগঞ্জে যুবদল নেতা শাওন রাষ্ট্রীয় হত্যাকণ্ডের শিকার দাবি করে সমাবেশে বক্তারা বলেন, হত্যা, হামলা-মামলা কিংবা দমন-নিপীড়ন করে সরকার আন্দোলন সংগ্রাম বন্ধ করতে পারবে না। দমন-নিপীড়ন যতই বাড়বে, আন্দোলনের গতিও ততই বাড়বে। আর সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে।

যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী থাকায় এক পর্যায়ে পুলিশ তাদের অবস্থান থেকে সরে আসে। ফলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।