- সারাদেশ
- ফরিদপুরে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
ফরিদপুরে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

মতবিনিময় সভা চলাকালীন একটি চিত্র
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় এই সভা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ ইশতিয়াক আরিফ।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, বিশিষ্ট শিক্ষাবিদ মো. শাহজাহান, সাংবাদিক পান্না বালা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ননীগোপাল রায়, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলার সভাপতি মোস্তফা কামাল, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জিব রায়, শ্রীঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কোতোয়ালি থানার এস আই সুজন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, ফরিদপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো ব্যত্যয় যাতে না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
বক্তারা বলেন, যে ২১ টি নির্দেশনা দেওয়া হয়েছে তা সবাইকে মেনে চলতে হবে। এ ছাড়া পূজাতে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব। একে অন্যের পাশে দাঁড়াবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহায়তা করবো।
মন্তব্য করুন