- সারাদেশ
- ডেপুটি স্পিকারের সংবর্ধনায় দু’পক্ষের চেয়ার ছোড়াছুড়ি
ডেপুটি স্পিকারের সংবর্ধনায় দু’পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

ছবিটি ভিডিও থেকে নেওয়া
নতুন ডেপুটি স্পিকার পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় তারা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন; ঘটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার পাবনা শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে পাবনা জেলা আওয়ামী লীগের ব্যানারে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবুর সঞ্চলনায় নেতারা বক্তব্য রাখছিলেন। বেলা ২টার দিকে নবনিযুক্ত ডেপুটি স্পিকার টুকুর বক্তব্য শুরুর কয়েক মিনিট আগে প্যান্ডেলের পেছনের দিকে দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষ একে অপরকে চেয়ার ছুড়ে মারতে থাকে।
কিছুক্ষণ পর আবারও সংঘর্ষ বাধে। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ কয়েকজন নেতা তাদের থামানোর চেষ্টা করেন। মাইকেও তাদের শান্ত থাকতে বলা হয়।
এ বিষয়ে মোশাররফ হোসেন বলেন, এটা তেমন কিছু নয়। পেছনের দিকে দাঁড়ানো ও ঢোল বাজানো নিয়ে ছেলেদের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল।
পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ করেছেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। নেতারা তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছেন। বড় কোনো ঘটনা নয়।
মন্তব্য করুন