ফরিদপুরের সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু, তাঁর স্ত্রী শাহানাজ খান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রূপা বেগম, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হাসান তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি খায়রুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষক লীগ সভাপতি সেলিম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা যান।