রাজশাহীর তানোর উপজেলায় গাঁজা সেবনের সময় দুই সহযোগীসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান জুয়েল রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি তানোর উপজেলায়। গ্রেপ্তার বাকি দু'জন একই এলাকার শহিদুল ইসলাম ও গোলাম সারওয়ার।

থানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নামে মাদক সেবনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রোকুনুজ্জামান রিন্টু ফোন কলে জুয়েলের রাজনৈতিক পদ নিশ্চিত করেছেন। তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।