- সারাদেশ
- দুই পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
দুই পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

পাবনার ঈশ্বরদীতে দুই পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে মুলাডুলি শেখপাড়ার কৃষিফার্মের পাশে আখখেতে ধর্ষণের ঘটনায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখানো হয় বলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান।
গ্রেপ্তাররা হলেন আল আমিন (২৫), মহিদুল সরদার (৩৫), আব্দুর রশীদ (৩৫) ও জাবেদ (৩৫)। রোববার দুপুরে ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেন জানান ওসি অরবিন্দ সরকার।
ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, এক নারী পোশাককর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আল আমিনের। সম্পর্কের সূত্রে ওই নারীকে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলেন আল আমিন। ওই নারী তার বান্ধবীকে নিয়ে শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়ায় যান।
ওসি আরও বলেন, আল আমিন বন্ধুদের সহযোগিতায় ঘুরিয়ে-ফিরিয়ে রাত ৮টার পর নির্জন এলাকার আখখেতে নিয়ে ওই দুই নারীকে বন্ধুরা মিলে ধর্ষণ করে পালিয়ে যান। ধর্ষণের শিকার নারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
মন্তব্য করুন