- সারাদেশ
- ভিসি শারফুদ্দিন আহমেদ ও সাংবাদিক জিহাদকে নিউইয়র্কে সংবর্ধনা
ভিসি শারফুদ্দিন আহমেদ ও সাংবাদিক জিহাদকে নিউইয়র্কে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও সাংবাদিক জিহাদুর রহমান জিহাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনু লাইট রেস্টুরেন্টে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্কা এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক সভাপতি মোল্যা এম এ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সাংবাদিক ফসিহ উদ্দিন মাহতাব, খোন্দকার আব্দুল মতিন, সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, গাজী মেহাম্মদ লিটু, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়ার রহমান, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক এস এম আবুল হাসান ও সদস্য সচিব মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে বসবাসরত গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইন্ক-এর সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন