- সারাদেশ
- চাঁদুপরে আ.লীগ নেতা হত্যায় 'জড়িত' কিশোরের মৃত্যু
চাঁদুপরে আ.লীগ নেতা হত্যায় 'জড়িত' কিশোরের মৃত্যু

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল্লাহ কোম্পানি (৭০) হত্যার সন্দেহভাজন কিশোর অমিত দাস মারা গেছেন। গতকাল মঙ্গলবার পুলিশ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ূয়া জানান, রফিকুল্লাহ হত্যার পরদিন ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা জুতা, প্যান্ট-গেঞ্জি দেখে লাশটিকে অমিতের বলে শনাক্ত করেন। শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে।
অমিত (১৬) চাঁদপুর শহরের পুরানবাজারের দাসপাড়া এলাকার সঞ্জিত দাসের ছেলে ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুল রশিদ জানান, রফিকুল্লাহকে হত্যার পর নতুনবাজার এলাকা থেকে পালিয়ে অমিত ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। সে প্রায় ওই বাড়িতে যেত। ঘটনার দিনও সেখানে ছিল।
পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রফিকুল্লাহকে নিজ বাড়িতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে বাড়ির তত্ত্বাবধায়ক মিরাজুল ইসলাম জানান, এক কিশোর হত্যা করে পালিয়ে যায়। এরপর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ বিশ্নেষণ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত খুনি হিসেবে অমিতকে শনাক্ত করে।
মন্তব্য করুন