- সারাদেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম

ফাইল ছবি
কুমিল্লার তিতাসে নিম্ন আয়ের প্রতিটি পরিবারে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসন ডিলারের গুদাম সিলগালাসহ তার বাড়ি থেকে দুটি খালি বস্তা উদ্ধার করেছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার সাবিকুল ইসলামকে কলাকান্দি বাজারের গুদামঘর থেকে অটোরিকশাযোগে তিন বস্তা চাল নিয়ে যেতে দেখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার। পরে তিনি অটোরিকশাচালকের কাছে জানতে চান, চালগুলো কার ও কোথায় নেওয়া হয়েছে?
অটোরিকশাচালক জানান, চালের বস্তাগুলো তিনি ডিলার সাবিকুলের হাড়াইকান্দির বাড়িতে পৌঁছে দিয়েছেন। তখন ইউপি চেয়ারম্যান বিষয়টি ইউএনও এটিএম মোর্শেদকে জানান। পরে ইউএনও সরেজমিন গিয়ে সাবিকুলের বাড়ি থেকে দুটি সিলযুক্ত খালি বস্তা উদ্ধার করেন এবং কলাকান্দি বাজারে তার গুদামঘর সিলগালা করে দেন।
চলতি বছর সেপ্টেম্বর মাসের বরাদ্দের আওতায় সাবিকুল ৩০০ সুবিধাভোগীর অনুকূলে ৩০০ বস্তা চাল গুদামঘরে মজুত করেন। গত সোমবার পর্যন্ত অনলাইনের তালিকা অনুযায়ী ১২৭ জনের মধ্যে ১২৭ বস্তা চাল বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুদামঘরে ১৪৪ বস্তা চাল মজুত পাওয়া যায়। তবে ২৯ বস্তা চাল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ বিষয়ে কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার জানান, বিষয়টি তাঁর নজরে আসায় তিনি প্রশাসনকে জানান। পরে ইউএনও এসে ডিলারের ঘর থেকে দুটি খালি বস্তা উদ্ধার করেন এবং গুদামঘর সিলগালা করে দেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আরিফ মোহাম্মদ জানান, ৩শ বস্তার মধ্যে অনলাইনের তালিকা অনুযায়ী ১২৭ বস্তা চাল বিতরণ করা হয়েছে। সিলগালাকৃত গুদামঘরে পেয়েছেন ১৪৪ বস্তা। অবশিষ্ট চালের কিছু অংশ আগের তালিকা অনুযায়ী বিতরণ করেছেন বলে ডিলার সাবিকুল জানিয়েছেন।
এ বিষয়ে ডিলার সাবিকুল ইসলাম জানান, অনলাইনের ও আগের তালিকা অনুযায়ী তিনি ১৫৫ বস্তা চাল বিতরণ করেছেন। গুদামঘরে মজুত আছে ১৪৫ বস্তা। এর মধ্যে ৩টি খোলা আছে। ৫০ কেজি চালের বস্তা ভেঙে ৩০ কেজি করে চাল বিতরণ করায় অনেক বস্তা খালি হয়েছে। সেই খালি বস্তাগুলো তিনি বাড়িতে নিয়ে রেখেছেন।
ইউএনও এটিএম মোর্শেদ বলেন, কিছু অনিয়ম থাকতে পারে; তাঁরা সেগুলো খতিয়ে দেখছেন। খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত চাল বিতরণ করা যাবে। সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবার চাল বিতরণের কথা। বিকল্পভাবে চালগুলো যেন সুবিধাভোগীরা পায়, সে ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করুন