মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়তে মিলছে প্রচুর ইলিশ। তবে এসব ইলিশ পদ্মার নয়। ইলিশ আসছে চাঁদপুর ও বৃহত্তর বরিশাল থেকে। এক সপ্তাহের তুলনায় দাম অনেকটা কম। এক সপ্তাহ আগেও এক কেজি ইলিশের দাম ছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা।

সেখানে এখন ৯০০ থেকে এক হাজার টাকায় মিলছে এক কেজির ইলিশ। দেড় কেজি বেশি ওজনের ইলিশের দাম ছিল এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকা। এখন এ আকারের ইলিশের দাম এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাওয়া মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, পদ্মার ইলিশ নেই বললেই চলে। চাঁদপুর ও বৃহত্তর বরিশালের ইলিশে সয়লাব মাওয়া আড়ত। ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, সরবরাহ ও বেচাকেনা বন্ধ থাকবে। এর আগেই ইলিশের সরবরাহ বেশি থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষই খুশি।

মাছবিক্রেতা সজীব মোল্লা জানান, ৯-১০ দিন পরই ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ। এখন ইলিশ বেশি পাওয়া যাচ্ছে; বিক্রিবাট্টাও বেশি। ক্রেতা শামসুজ্জামান শেখ বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণার আগে আগে কম দামে ইলিশ কিনতে পেরে ভালো লাগছে।