পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় শেষ হয়েছে মঙ্গলবার । কিন্তু এই কমিটি এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্ত কমিটির সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে।  

এই তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,তদন্ত প্রতিবেদন জমা দিতে তারা আরও তিন দিন সময় পেয়েছেন।

দীপঙ্কর রায় জানান,কমিটির বাকি সদস্যসহ তিনি নিজে উদ্ধার, আহতদের চিকিৎসা, মৃতদের সৎকারসহ মাঠ পর্যায়ের কাজে নিয়োজিত রয়েছেন। এদিকে তদন্ত সম্পন্ন করতে তাদেরকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু সবাই মাঠ পর্যায়ের কাজে ব্যস্ত থাকায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে জেলা প্রশাসকের কাছে আরও ৩ দিন সময় চেয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক দ্বীপঙ্কর রায় বলেন, জেলা প্রশাসক আমাদের আবেদন অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী তিন দিন বাড়তি সময় দিয়েছেন।

নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের। মহালয়া উপলক্ষে একটি ধর্মসভায় যোগ দিতে উপজেলার বড়শশী ইউনিয়নে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা। এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। তাদের উদ্ধারে ১০০ কিলোমিটার এলাকাজুড়ে আজও উদ্ধার অভিযান চলছে।