- সারাদেশ
- বিদেশি পিস্তল ও গুলিসহ পাংশা পৌর কাউন্সিলর গ্রেপ্তার
বিদেশি পিস্তল ও গুলিসহ পাংশা পৌর কাউন্সিলর গ্রেপ্তার

ছবি: পুলিশের সৌজন্যে
বিদেশি পিস্তল ও গুলিসহ রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম ওরফে তাইজেল ও তার সহযোগী হৃদয় মীরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বি-কয়া চারাখালী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার কাউন্সিলর তাইজেল পাংশা পৌর এলাকার কোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং হৃদয় মীর পাংশার নারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বুধবার রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, অস্ত্রধারী কয়েক সন্ত্রাসী অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করার লক্ষ্যে কালুখালীর সাওরাইল ইউনিয়নের বিকয়া চারাখালী গ্রামের একটি মেহগনি বাগানে মিলিত হয়েছে- এমন সংবাদ পেয়ে রাজবাড়ীর ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা তাদের সহযোগীদের নিয়ে পাংশা ও কালুখালী এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজি, ডাকাতি, খুনসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড করতেন।
পুলিশ সুপার বলেন, ‘কাউন্সিলর তাইজেলের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলাসহ সাতটি এবং হৃদয় মীরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ওই কাউন্সিলর কিছুদিন আগে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।’ আসামিদের বিরুদ্ধে বুধবার কালুখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, ডিআইও ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এবং রাজবাড়ীর প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
মন্তব্য করুন