বরিশালের বাকেরগঞ্জে ফারজানার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলি গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ফারজানার পাশ্ববর্তী নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের জব্বার হাওলাদারেরর মেয়ে।  

ফারজানার বাবা জব্বার হাওলাদার ফারজানা হত্যার শিকার হয়েছে দাবি করে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে তার কাছে ফোন করে টাকা চেয়ে কান্নাকাটি করেছে ফারজানা। তার স্বামী সাইফুল সিকদার দুই লাখ টাকা যৌতুকের জন্য প্রায়ই ফারজানাকে মারধর করতো। এর আগে তিনি (জব্বার) সাইফুলকে ৫০ হাজার টাকা দিয়েছেন। মঙ্গলবার বিকালেও আরও দুই হাজার টাকা দেন। চাহিদামতো টাকা না পেয়ে সাইফুল তার মেয়ে ফারজানাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন জব্বার হাওলাদার।

বাকেরগঞ্জ থানার ওসি আলউদ্দিন মিলন জানান, গারুরিয়া ইউনিয়নের ভাড়ায়চালিত মোটরসাইকের চালক সাইফুল সিকদারের সঙ্গে দুই বছর আগে ফারজানার বিয়ে হয়।

ওসি আরও জানান, বুধবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বামীর বাড়ি থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দুপুর পর্যন্ত ফারজানার পরিবার থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।