কক্সবাজারের চকরিয়ায় এক মাস আগে নিখোঁজ এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমু এলাকার সংরক্ষিত বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিখোঁজ কিশোর নাম মিনহাজ উদ্দিন (১৫)। সে ওই এলাকার একটি মৎস্য ঘেরের কর্মচারী হিসেবে কাজ করত। 

গত ২৭ আগস্ট থেকে ওই কিশোর নিখোঁজ ছিল। সে সময় ওই কিশোরের বাবা ফোরকান আহমদ চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্তানের কোনো সন্ধান পাননি। পরে অর্ধগলিত অবস্থায় মিনহাজের মরদেহ বমু সংরক্ষিত বন এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবহিত করেন। পরে ইউপি চেয়ারম্যান মনজুরুল কাদের বিষয়টি থানায় অবহিত করলে চকরিয়া থানা পুলিশের নেতৃত্বে রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত কিশোর মিনহাজের বাড়ি ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিলেজার পাড়ায়।