- সারাদেশ
- সাঈদ ফুডসের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাঈদ ফুডসের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে সাঈদ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাঈদ চৌধুরী সম্রাট ও তার স্ত্রী সালমা সাঈদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বেসরকারি ওয়ান ব্যাংকের ১৬০ কোটি টাকা ঋণখেলাপির দায়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।
ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরী সম্রাট পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী কামাল চেয়ারম্যান বাড়ির প্রয়াত আবু সিদ্দিক চৌধুরীর ছেলে। চট্টগ্রামের বিখ্যাত ছাতা কোম্পানি সিদ্দিক ট্রেডার্সেরও ব্যবস্থাপনা পরিচালক তিনি।
আদালত সূত্রে জানা গেছে, ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ২০১১ সালে ৫৮ কোটি ৬৯ লাখ টাকা ঋণ নেন আবু সাঈদ চৌধুরী ও তার পরিবার। টাকা পরিশোধ না করায় ২০১৫ সালে অর্থঋণ মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। সুদসহ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকা। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি জামানত না থাকায় ব্যাংকের পক্ষ থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আবু সাঈদ চৌধুরী সম্রাট ও তার স্ত্রী সালমা সাঈদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সমকালকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন