পৃথক কেক কেটে জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। 

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে পৃথকভাবে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। 

বুধবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে বিএনএ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে জন্মদিনের কেক কাটা ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন ও ডা. সোহেল আলম রাফি, সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য, নার্সিং সুপারভাইজার বদরুন্নাহার ও তৃপ্তি রানী দত্ত।

বিএনএ মহাসচিব ইসরাইল আলী সাদেকের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি (সিলেট বিভাগ) শামীমা নাসরিন, সহ সভাপতি (সিলেট মহানগর) মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) অরবিন্দু চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট মহানগর) তৃষ্ণা তেরেজা ডি কস্তা, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক (সিলেট মহানগর) মাসুদ আহমদ খান এবং নার্সিং কলেজের শিক্ষকদের মধ্যে অধ্যক্ষ শাহিনা বেগম, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আরটিএমআই নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী, সুরমা নার্সিং কলেজ সিলেটের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন, আল আমিন নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলী আক্তার প্রমুখ।