- সারাদেশ
- পটিয়ায় ১০ হাজার মানুষ নিয়ে এমপি সামশুলের ব্যতিক্রমী শোভাযাত্রা
শেখ হাসিনার জন্মদিন
পটিয়ায় ১০ হাজার মানুষ নিয়ে এমপি সামশুলের ব্যতিক্রমী শোভাযাত্রা

র্যালিতে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী - সমকাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া ওই র্যালি মহাসড়কের পটিয়া পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পিটিআই স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে, শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে সুসজ্জিত এ র্যালিতে প্রায় ১০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করে।
পরে সমাবেশে সামশুল হক চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের নির্বাচিত সরকার। শেখ হাসিনার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, শেখ হাসিনার দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে।’
তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের জননেত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলে সেই বিএনপির নেতা জিয়াউর রহমান অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলেন তিনি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের জওয়ানদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছিলেন। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার, গুম, হত্যা করা হয়েছিল সে সময়।’
সামশুল হক চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, ১০০টি অর্থনৈতিক জোন হয়েছে, সমুদ্র বিজয় হয়েছে, বাংলাদেশ পারমাণবিক বিশ্বে প্রবেশ করেছে, সীমান্ত চুক্তি হয়েছে, ছিটমহল চুক্তি হয়েছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম, সঠিক সময় সঠিক সিদ্ধান্তর কারণে।’
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার করে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, দেবব্রত দাশ দেবু, শাহাদাত হোসেন ফরিদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংসংগঠনের নেতারা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।
মন্তব্য করুন