- সারাদেশ
- চাঁদা 'কম দেওয়ায়' পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন
চাঁদা 'কম দেওয়ায়' পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন

চাঁদা কম দেওয়ায় পাটখড়ি বোঝাই ট্রলারে আগুন ধরিয়ে দিয়েছে চাঁদাবাজরা। ছবি-সমকাল
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে পাটখড়ি বোঝাই একটি ট্রলারে আগুন ধরিয়ে দিয়েছে চাঁদাবাজরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় ৫০০ টাকা কম দেওয়ায় বুধবার সকালে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
জানা গেছে, আগুন লাগা ট্রলারটি রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের একটি মিলের জন্য পাটখড়ি নিয়ে যাচ্ছিল। সকাল ১০টার দিকে সেটি বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে ৩ হাজার টাকা দাবি করেন। পরে তাঁদের আড়াই হাজার টাকা দিতে রাজিও হয় ওই ট্রলারের লোকজন। এ সময় টাকা কম দেওয়ায় চাঁদাবাজরা ট্রলারটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় একজন শ্রমিক ৯৯৯ ফোন করে সাহায্য চান।
আগুন লাগা ট্রলারে থাকা রাজবাড়ীর পাংশা থানার আবাসপুর গ্রামের সুমন জানান, আগুনে তাঁদের অনেক টাকার ক্ষতি হয়েছে। ট্রলারের মাঝি আক্কাস বলেন, তারা নিয়মিত চাঁদা দিতে বাধ্য হন। চাহিদামতো টাকা না দিলে তারা মারধর করে। বুধবারও একই ঘটনা ঘটে। কম টাকা দেওয়ায় চাঁদাবাজরা তাঁকে মারধর করে এবং গ্যাসলাইট দিয়ে পাটখড়িতে আগুন জ্বালিয়ে দেয়।
হরিরামপুর ফায়ার সার্ভিসের টিমলিডার শফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন