- সারাদেশ
- বগুড়ার শেরপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বগুড়ার শেরপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি।
বগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগ নেতা মুর্তজা কাওসার অভিকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে একটি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত অভি শেরপুর পৌর শহরের খন্দকার পাড়া এলাকার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাস খানেক আগে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সোহাগ নামের এক যুবলীগ নেতাকে মারপিট করেন অভি। এরপর সংগঠনে বিভাজন তৈরি হয়। এরই প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভি মোটরসাইকেল মেরামতের জন্য উপজেলা পরিষদ চত্বরের ভিতরের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওৎপেতে থাকা ১০/১২ জনের দুর্বৃত্তের একটি দল তার ওপর দেশীয় ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। পরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার জানান, ঘটনার পরপরই হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করা হয়েছে। নিহত অভির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন জানান, মুর্তজা কাওসার অভি পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
মন্তব্য করুন