চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চেরাগীপাহাড় মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) এই কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া নগরীর পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগেও প্রতিবাদ সভা হয়।

শ্রমিক ও কর্মচারী লীগের সমাবেশে বক্তারা বলেন, করদাতা সুরক্ষা পরিষদের নামে একটি গোষ্ঠী সিটি করপোরেশনকে নগরবাসীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। মেয়র কোনো ব্যক্তি নন, তিনি প্রতিষ্ঠান। তাই করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি সিটি মেয়রকে উদ্দেশ্য করে যে ভাষা ব্যবহার করেছেন তা শালীন নয়। এই বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে।

সিবিএ সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী ও আবুল হাসনাত মো. বেলাল, জাতীয় শ্রমিক লীগের ডক বন্দর অঞ্চলের নেতা মাহফুজুর রহমান খান ও নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার উদ্দিন।

এদিকে পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বনাথ নাথের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন ও ফাতেমা নার্গিস।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মেয়রের ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী। পরদিন পরিষদের তিন নেতার বিরুদ্ধে নগরীর দুটি থানায় সাধারণ ডায়েরি করা হয়।