- সারাদেশ
- বরিশালে দুই উপপরিদর্শক প্রত্যাহার
মাইক্রোবাস আটকে টাকা আদায়
বরিশালে দুই উপপরিদর্শক প্রত্যাহার

বরিশালে পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেওয়ার ঘটনায় জড়িত থাকায় মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের দুই উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন- ইব্রাহীম খলিল ও মেহেদী হাসান-৩। গত বুধবার তাঁদের মহানগর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার ওই পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে মহানগর পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্নেষণ করে কোতোয়ালি মডেল থানার ওই দুই উপপরিদর্শককে শনাক্ত করে। এরপর তাঁদের মহানগর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। তাঁদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন