- সারাদেশ
- স্বরূপকাঠিতে ২১ দোকান পুড়ে ছাই
স্বরূপকাঠিতে ২১ দোকান পুড়ে ছাই

কুড়িয়ানা বাজারে লাগা আগুন নেভাতে দমকল বাহিনীকে সাহায্য করে এলাকাবাসী - সমকাল
স্বরূপকাঠির কুড়িয়ানা বাজারে আগুনের ঘটনায় ২১টি দোকান পুড়ে গেছে। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি বসতঘরসহ ২১টি দোকান পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার জানান, এখনো সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে এর পরিমাণ কোটি টাকা ছাড়াবে।
মন্তব্য করুন