সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোবাইল অপারেটর কোম্পানি রবি অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করে। এ সময় কনসার্টের মঞ্চ তৈরির জন্য নিয়ে আসা সরঞ্জাম বহনকারী ট্রাকটি জব্দ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সিসিক কর্মকর্তারা জানিয়েছেন, রবি ভুয়া অনুমতিপত্র নিয়ে কনসার্টের আয়োজন করেছিল।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিধায়ক রায় চৌধুরী সমকালকে জানান, শহীদ মিনারে কনসার্ট করার জন্য সিসিক কোনো অনুমতি দেয়নি। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মীরা রবি কোম্পানির নাম বলেছে। তবে তারা যে অনুমতিপত্র দেখিয়েছিল- সেটি ভুয়া। পরে সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে কনসার্ট আয়োজন বন্ধ করেন এবং মালামাল ও গাড়ি জব্দ করেন।

এ ব্যাপারে ররি সিলেটের সেলস ম্যানেজার (ডিএসএম) ইমরান জানান, কনসার্টের বিষয়টি তিনি অবগত নন। কারা কনসার্ট আয়োজন করেছিল তা তিনি জানেন না।