- সারাদেশ
- টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ১ শিশুর মরদেহ উদ্ধার
টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: আরও ১ শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় এক শিশুর মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই শিশুর মরদেহ ভেসে আসে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।
কক্সবাজারের উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সমকালকে জানান, সমুদ্র সৈকতের মনখালী এলাকায় রাতে এক শিশুর ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। ওই শিশুর বয়স আনুমানিক ৩ থেকে ৫ বছর। ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া ট্রলারে ছিল ওই শিশু।
এর আগে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় এলাকায় সমুদ্র সৈকতে মঙ্গলবার দুপুর ১টার দিকে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর লাশ ভেসে আসে। তারা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)।
ট্রলারডুবির ঘটনায় হলবনিয়া সমুদ্র সৈকতে কয়েক দফায় ৪৫ জন জীবিত ভেসে আসেন। এর মধ্যে ৪১ জন রোহিঙ্গা এবং চারজন বাংলাদেশি। বাংলাদেশি চারজন মানবপাচার চক্রের সদস্য বলে জানা গেছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয় জেলেরা ভোরে সাগরে লোকজন ভেসে আসতে দেখে উদ্ধারে এগিয়ে যায়। পরে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় ৪৫ জনকে উদ্ধার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, তারা মূলত দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য গিয়েছিল। কিন্তু মাঝপথে দুর্ঘটনার শিকার হয়। কোন কোন দালালের মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিল তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদেরকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন