হবিগঞ্জের মাধবপুর পৌরসভা হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে পণ্যবাহী যানবাহন থেকে টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আর মহাসড়কে যানবাহন দাড় করিয়ে টোল আদায়ের কারণে সড়কে লাগছে যানবাহনের জট। উপজেলা পরিষদ ও বাজারের অভিমুখে গাড়ি দাঁড় করানোর কারণে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা পড়ছেন ভোগান্তিতে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে মাধবপুর পৌরসভা সড়কের জায়গা উচ্চমূল্যে ইজারা দিয়ে আসছে। এ বছরও প্রায় ১২ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। পরে ইজারাদাররা বিভিন্ন শহর থেকে আসা পণ্যবাহী যেসব যানবাহন রাস্তায় দাঁড় করিয়ে পণ্য উঠানামা করায় তাদের কাছ থেকে ইজারা আদায় করে। দীর্ঘদিন ধরে রাস্তার ওপর পণ্য উঠানামার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। 

পরিবহন শ্রমিকরা জানান, পণ্যবাহী যানবাহন এ জায়গাটি দখল করার কারণে অন্যান্য যাত্রীবাহী যানবাহন বাধ্য হয়ে রাস্তায় দাড় করিয়ে যাত্রী উঠানামা করায়। এতে মাধবপুর শহরের মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 

আওয়ামী লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত বলেন, মহাসড়ক ইজারা দিয়ে টোল আদায় করা সম্পন্ন বেআইনি। কিন্তু মাধবপুর পৌরসভা ট্রাক ও ছোট যানবাহন থেকে টোল আদায় করছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি। 

মাধবপুর ট্রাফিক ইন্সপেক্টর রমজান আলী বলেন, মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে টোল আদায় হাইকোর্ট নিষিদ্ধ করেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাফিক বিভাগ রাস্তায় কোনো যানজট সৃষ্টি করতে দেবে না। 

সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী রমজান আলী জানান, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে মাধবপুর পৌরসভা মহাসড়ক থেকে টোল আদায় করছে। যানজট নিরসনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তিনি।  

এই ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার পক্ষ থেকে জায়গাটি ইজারা দেওয়া হচ্ছে। পৌরসভার পক্ষ থেকে এ জায়গাটি সংস্কার করা হয়েছে। পৌরসভার আয়ের কোনো উৎস নেই। পৌরসভার খরচ সংগ্রহ করতে দীর্ঘদিন ধরে এ জায়গা ইজারা দেওয়া হচ্ছে। 

এই ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ কেউ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনে গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায় না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশের আলোকে স্থানীয় সরকার বিভাগ সড়ক মহাসড়ক থেকে টোল না নিতে মেয়রদের প্রতি নির্দেশনা দেন।