- সারাদেশ
- দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

ছবি: সমকাল
সাতক্ষীরায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ ঘটনায় পুলিশ প্রাইভেটকারের চালককে আটক করেছে।
নিহত সাইফুল পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি সদরের বকচরা গ্রামের লোকমান সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আব্দুল কায়ুম সমকালকে এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইফুল ইসলাম বাইসাইকেল চালিয়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ করেছে। চালককেও আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন