- সারাদেশ
- ভৈরবে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ
ভৈরবে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে বুধবার রাতে ভুক্তভোগী গৃহবধূ শিল্পী বেগমের স্বামী মো. কামাল মিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
শিল্পী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের বাসিন্দা। ভৈরব শহরের আনোয়ারা জেনারেল হাসপাতালে ঘটনাটি ঘটে।
গৃহবধূর স্বামী অটোচালক মো. কামাল মিয়ার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল শিল্পী পেটে ব্যথা অনুভব করলে তাকে ভৈরবের আনোয়ারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর ডা. মিশুতি রানী ঘোষ তাকে আল্ট্রাসনো করেন। আল্ট্রাসনোর রিপোর্ট দেখে মিশুতি রানী রোগীর পেটে দুটি জমজ শিশু মারা গেছে বলে জানান।
এ সময় রোগীকে জানানো হয়, তার অপারেশন করতে হবে এবং অপারেশনে ৫০ হাজার টাকা লাগবে। গরীব অটোচালক এই টাকা যোগাড় করে একমাস পর রোগীকে নিয়ে হাসপাতালে আসলে তার অপারেশন করেন মিশুতি রানী। অপারেশনের পর দেখা যায় তার পেটে জমজ শিশু নয়, বড় একটি টিউমার আছে। পরে তড়িঘড়ি করে পেট সেলাই করে তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় ডাক্তাররা তাকে দেখে জানায় ডা. মিশুতি রানী বড় ভুল করেছেন। এখন টিউমারটিতে ক্যান্সার ধরা পড়েছে। এরপর রোগীর স্বামী ভৈরবের হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর গত সাড়ে পাঁচমাস যাবত শিল্পীর অবস্থা খুবই সংকটাপন্ন।
কামাল মিয়া অভিযোগ করে বলেন, ডা. মিশুতি আমার স্ত্রীর জীবনটা ধ্বংস করে দিয়েছেন। তাই আমি থানায় অভিযোগ করেছি।
এই ব্যাপারে ডা. মিশুতি রানী ঘোষের মোবাইলে বার বার ফোন করেও ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
আনোয়ারা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ও মালিক ডা. আজিজুল হক স্বপন জানান, আল্ট্রাসাউন্ডে অনেক সময় টিউমারের ছবি শিশুর মতো দেখা যায়। অপারেশনের সময় টিউমার ধরা পড়লে আমরা তাকে সার্জারি ডাক্তার দিয়ে চিকিৎসা করতে বলি। কোনো ডাক্তার ইচ্ছা করে কোনো রোগীকে বিপদে ফেলেন না বলে দাবি করেন তিনি।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কায়সার আহমেদ বলেন, গৃহবধূর স্বামীর একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি স্পর্শকাতর। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন