আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু ওমর রোকন (২২) গুরুতর আহত হন। 

বুধবার সন্ধ্যা ৫টার দিকে মহাসড়কের উজানভাটি রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত রোকনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিসান ভৈরব বাজারের ব্যবসায়ী আবদুস সালামের দ্বিতীয় ছেলে। তিনি ঢাকার স্টামফোর্ড ইউভার্সিটির ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা যায়।  

জিসানের বাবা আবদুস সালাম জানান, আশুগঞ্জের উজান ভাটি রেস্টুরেন্টে নাস্তা করে দুই বন্ধু মোটরসাইকেলে ব্রাক্ষণবাড়িয়ার দিকে যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জিসান। এ সময় গুরুতর আহত হন রোকন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।