টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপারের গোলচত্বরে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার‌ দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

পুলিশ জানায়, দুপুরে ঢাকামুখী একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি একটি প্রাইভেট কারের ওপর উঠে প‌ড়লে যানটি চূর্ণবিচুর্ণ হয়। ওই দুর্ঘটনায় বাসের দু’জন এবং প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এছাড়া টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় দু’জনকে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

টাঙ্গাইল থানার ওসি দুর্ঘটনায় ছয় জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।